Saturday, December 21, 2013

Studded Cap-Toe Heels!




হেয়ার স্টাইল (Hair Style)

Add caption

এক গেঁয়ে চুল বাঁধতে বাঁধতে যারা Bore গেছেন তাদের জন্যে

বোতলের গাছের টপ


যেভাবে করবেন
~~~~~~~~~~~~
উপকরন- ১। ১টি যে কোন সাইজের বোতল ।
২।সিডি
৩।কাচি
৪। আঠা 
Add caption

পদ্ধতি- বোতল টিকে ছবির মত করে কেটে নিন। বোতলের মুখ সহ অংশটিকে সিডির সাথে আটকে দিন। অপর অংশটি যেমন আছে তেমনি থাকবে । এবার বোতলের ২ অংশটিকে আপনার ইচ্ছেমত রং দিয়ে রাঙিয়ে নিন । ব্যাস হয়ে গেল আপনার Extraordinary গাছেরটপ । এবার মাটি ভরে আপনার পছন্দমতো গাছের চারা লাগান । এই থেকে আপনি দুটি ভাল কাজ করবেন এক আপনি বোতল কে মাটির শত্রু হয়ে যাওয়া থেকে বাঁচাবেন ,যেহেতু বোতল( প্লাস্টিক) সহজে মাটির সাথে মিশেনা । এটি মাটিকে দুষণ করে । আর নতুন একটি গাছ লাগিয়ে মানুষ বাঁচার অন্যতম উপাদান অক্সিজেন উৎপন্ন করবেন ।
তাই নয় কি ? কি ভুল বললাম ?
" আসুন আমরা প্রতিদিন ১ টি করে, না পারলে সপ্তাহে ১ টি করে গাছ লাগাই , আমাদের প্রকৃতিকে সজীব রাখি , এই পৃথিবী আমাদের , একে সুন্দর করার দায়িত্ব আমাদের "
~~~ ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না ~~~~

লাভ ল্যাম্প ক্যান (Love Lamp Cane)


বেডরুম ডেকোরেশন প্রজাপতি দিয়ে


আর্টিফিশিয়াল ফুল (How to make a Flower)

www.nokshactgbd.com
নতুন কিছু শিখতে চাইলে পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন । নতুন নতুন কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে #নতুনকিছু পর্বটি থাকবে নকশাতে। আর আপনি যদি কোন চমৎকার হস্তশিল্পে পারদর্শী হয়ে থাকেন। তাহলে আমাদেরকে জানাতে পারেন। আপনার হস্তশিল্প টি আপনি অন্যদের সাথে শেয়ার করতে চাইলে পাঠিয়ে দিন আমাদের Noksha Wedding Collection এর মেসেজ বক্সে । আপনার নাম সহ পোস্ট করা হবে আমাদের পেইজে
কেমন লাগল জানাতে ভুলবেন না ...আপনাদের মতামত আমাদের কে উৎসাহ যোগায় ।
~Little Request~Please invite your Friends into our page.and blog and share with them these useful learning things...We need all of your support...Thank you.....
এবার প্রস্তুত প্রণালী জেনে নেয়া যাক


যা যা লাগবেঃ
১. রিবন (ফিতা পছন্দানুযায়ী )
২. সুঁই ও সুতা
যেভাবে করতে হবেঃ
১. লাল রঙের ও নীল রঙের ফিতাটিকে ২ নং ও ৬ নং ছবির মত কেটে নিন ।
২. ১ নং ছবির মত করে লাল ফিতার অংশটিকে সেলাই করুন । এভাবে আপনি ফুলের যতটি পাপড়ি করবেন সবগুলোকে একসাথে করে সেলাই করে নিন। সেলাই করার পর ফুলটি ৪ নং ছবির মত দেখতে হবে । এভাবে আরও একটি ছোট সাইজের ফুল বানিয়ে নিন।
৩. এবার নীল রিবন গুলোকে ৭ নং ছবির মত করে গাম দিয়ে একটির প্রান্তর সাথে আরেকটি প্রান্ত লাগিয়ে দিন ।
৪.এবার বড় ফুলটির উপর নীল রিবন গুলো ছবির মত করে সাজিয়ে গাম দিয়ে আটকে দিন। এর উপর তৈরি করে রাখা ছোট ফুলটি লাগিয়ে দিন । ফুলের মাঝখানে নিজের ইচ্ছামত কোন পুতি অথবা পাথর লাগিয়ে দিন ।
৫.এবার সব শেষে নীল রিবন কে চিকন করে কেটে ১১ নং ছবির মত করে লাগিয়ে দিন ।
ব্যাস হয়ে গেলো আপনার Charming Artificial Flower. আপনি এটিকে
Decoration এর কাজে ও লাগাতে পারেন । নতুবা ornaments হিসেবে ও কাজে লাগাতে পারেন।
~~~সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ ~~~~